আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপ করেছে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। বুধবার (২৪ সেপ্টেম্বর) জরিপের ফলাফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
মূল ফলাফল
৩৯.১% মানুষ মনে করে, নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে।
২৮.১% মনে করে, জামায়াত সরকার গঠন করবে।
বিএনপিকে ভোট দেবে ৪১.০৩% ভোটার।
জামায়াত ভোট পাবে ৩০.০৩%।
ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার বৈঠকে ফলাফল উপস্থাপন করেন। জরিপে সহযোগিতা করেছে বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।
ভোট প্রবণতা (গত ৬ মাসে):
আওয়ামী লীগের সমর্থন বেড়েছে ৪.৮০%।
বিএনপির সমর্থন কমেছে ০.৪০%।
জামায়াতের সমর্থন কমেছে ১.৩%।
ভৌগোলিক অবস্থান:
দেশের ৬টি বিভাগে এগিয়ে বিএনপি।
রংপুরে এগিয়ে জামায়াত।
ভোটারদের দৃষ্টিভঙ্গি:
তরুণ ভোটার ও শিক্ষিত ভোটারদের কাছে এগিয়ে জামায়াত।
স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে অন্য দলগুলোর তুলনায় জামায়াত নিয়ে ভোটারদের সন্তুষ্টি বেশি।
আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে বিএনপির ভোট বেড়ে হবে ৪৫.০৬% এবং জামায়াতের ভোট হবে ৩৩.০৫%।
এনসিপি পাবে ৪.০৮%, জাতীয় পার্টি ২.০১% ভোট।
ভোটাররা যা বিবেচনায় নেবেন:
প্রার্থীর যোগ্যতা: ৬৫.৫%
দলীয় প্রতীক: ১৪.৭%
ইনোভেশন জানায়, দেশের ৬৪ জেলার ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতার অংশগ্রহণে এই জরিপ চালানো হয়েছে। এতে ১৫০টি আসনের প্রতিনিধিত্ব রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, জাতীয় নির্বাচনী প্রবণতা নিয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ও বিস্তৃত ফেস-টু-ফেস হাউসহোল্ড সার্ভে।