নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক (মুক্তি) রাজধানীর গুলশানের নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাত সোয়া নয়টার দিকে ডিএমপির একটি টিম তাঁকে নিকেতনের একটি বাসা থেকে আটক করে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি।
ডিএমপি সূত্র জানায়, কবিরুল হকের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)ও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
কবিরুল হক ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নড়াইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী তিনটি জাতীয় নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪) তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। গত বছর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।