কেনিয়া সরকার হিজবুত তাহরীরকে (Hizb ut-Tahrir) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংগঠনটির সদস্যপদ গ্রহণ, প্রচার বা সমর্থন করা এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
হিজবুত তাহরীর বিশ্বব্যাপী খেলাফত প্রতিষ্ঠার নামে কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে বিভিন্ন দেশে উগ্রবাদী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে একে নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিজবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিষিদ্ধ হওয়ার পরও তারা গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা চালিয়েছে এবং তরুণ সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে।
বিশ্লেষকরা বলছেন, কেনিয়ায় এই সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করা প্রমাণ করে যে বিশ্বব্যাপী উগ্রবাদ ও সহিংস রাজনৈতিক মতাদর্শ ঠেকাতে সরকারগুলো ক্রমেই কঠোর অবস্থান নিচ্ছে।