গণ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস), সহকারী সাধারণ সম্পাদক (এজিএস)সহ একাধিক সম্পাদকীয় পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল একাধিক গুরুত্বপূর্ণ পদে বিজয় লাভ করে। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হওয়ায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল।
বিশ্লেষকদের মতে, এ ফলাফল প্রমাণ করে শিক্ষার্থীদের মধ্যে বিকল্প নেতৃত্ব ও সাংগঠনিক শক্তির প্রতি আস্থা বেড়েছে। শিবির সমর্থিতদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।