ঝিনাইদহের মহেশপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুনের বিরুদ্ধে দেড় লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, ইউনিয়ন দলনেতা (ইউনিয়ন কমান্ডার) বানাতে হলে তাকে দেড় লাখ টাকা দিতে হবে।
এ ঘটনায় আনসার ভিডিপির মহাপরিচালক (ডিজি) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আনসার সদস্য শাহিন।
অভিযোগে উল্লেখ করা হয়, শাহিনের বাবা সরফরাজ শাহ প্রায় ৩০-৩৫ বছর সততার সঙ্গে ইউনিয়নের দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যজনিত কারণে ২০২৪ সালে তিনি অব্যাহতি পান। এরপর স্থানীয় আনসার সদস্যরা শাহিনকে তার বাবার স্থলাভিষিক্ত করতে প্রস্তাব দিলে সরফরাজ অসুস্থ শরীরে ছেলেকে নিয়ে উপজেলা আনসার ভিডিপি অফিসে যান। সেখানে খুশি খাতুন দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ আছে।
সরফরাজ শাহ দাবি করেন, অর্থের যোগান দিতে অক্ষম হওয়ায় তিনি খুশি খাতুনের পা জড়িয়ে ধরেন এবং জানান, ছেলে দলনেতা ট্রেনিংয়ে গেলে ৫০ হাজার টাকা দিতে পারবেন। তবে খুশি খাতুন দেড় লাখ টাকা দিতে না পারলে অফিসে আর না আসার কথা বলে তাদের তাড়িয়ে দেন।
পরে এ ঘটনা ইউনিয়নের সাবেক দলনেতাদের জানালে তারা মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করতে পরামর্শ দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খুশি খাতুন জানান, “সরফরাজ তার ছেলে শাহিনকে নিয়ে আমার কাছে আসে এবং আমাকে পা ধরে টাকা দিতে চায়। আমি স্পষ্ট বলেছি, দলনেতা হওয়ার জন্য কোনো টাকা লাগে না। যোগ্যতা থাকলে প্রক্রিয়া অনুযায়ী হবে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।”