রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে পাওয়া যায়।
এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড়ের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। মামুন তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ছিলেন। তার নিখোঁজের ঘটনায় সেদিনই স্ত্রী খাদিজা তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
স্বামীর সন্ধান চেয়ে শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন মামুনের স্বজনরা। সেখানে কান্নাজড়িত কণ্ঠে খাদিজা বলেন, “পাঁচদিন ধরে আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। সন্তানদের কীভাবে বুঝাই তাদের বাবা কোথায়? আমার স্বামীকে ছাড়া অসহায় হয়ে পড়েছি। আমাদের মাদরাসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। সরকার কি আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবে না? জুমার দিনেও কি তাকে পাব না?”
তিনি স্বামীর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতা কামনা করেন। মানববন্ধনে অংশ নিয়ে মামুনের মা-বাবাও সন্তানের জীবিত ফেরার আবেদন জানান। শোকে তারা ভেঙে পড়েছেন।