প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের বিচার অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকার। আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুযায়ী এ বিচার চলছে। তবু শেখ হাসিনা ভারতে বসে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে বুধবার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্বের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানি এবং বিভিন্ন মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এসব বৈঠকে আঞ্চলিক সহযোগিতা, নির্বাচন, সংস্কার, রোহিঙ্গা সংকট, জলবিদ্যুৎ ব্যবহার, বাণিজ্য, বিনিয়োগ এবং অভিবাসন–সংক্রান্ত নানা বিষয় আলোচিত হয়।
প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এতে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য—স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঠেকানো।
এছাড়া যুক্তরাষ্ট্র–বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিলে মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ইউনূস। আর ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক তাঁকে সংগঠনে যোগ দেওয়ার প্রস্তাব দেন।