তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তার জন্য ইসরায়েলি সরকারকে অর্থনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে—যার পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধের দাবি
এরদোয়ান জোর দিয়ে বলেন, ইসরায়েলের অপরাধের জবাবে তাদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ করা উচিত। পাশাপাশি বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক যে পদক্ষেপ নিয়েছে, তা অন্যান্য দেশগুলোর জন্য উদাহরণ হয়ে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
গাজার ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড শুধু মানবিক বিপর্যয়ই নয়, আর্থিক দিক থেকেও ভয়াবহ ক্ষতির কারণ হয়েছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।