প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেয়া হলো প্রবাসীদের পক্ষ থেকে এক বিশাল গণসংবর্ধনা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কোয়ালিশন অফ বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন (কোবা)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে হাজার-হাজার বাংলাদেশি প্রবাসী অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ড. তাহেরের রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক সংগ্রামে তাঁর ভূমিকা এবং জাতীয় সংকটময় সময়ে ইসলামী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ড. তাহের প্রবাসীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশের এই কঠিন সময়ে প্রবাসীদের ভালোবাসা ও সমর্থন আমাদের শক্তি জোগাচ্ছে। জাতির সংকট উত্তরণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, এই সংবর্ধনা শুধু একজন নেতাকে ঘিরে নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে প্রবাসীদের ঐক্যের প্রতীক।