ঢাকা-বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসস্ট্যান্ডের একটি মোটরসাইকেলের গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলের খোলা যন্ত্রাংশসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো—গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকার সালেক সরদারের ছেলে জহিরুল ইসলাম রনি (৩১) এবং মাহিলাড়া এলাকার রনজিত মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩০)। এর মধ্যে খোকন মন্ডল পেশায় মোটরসাইকেল মেকানিক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে বরিশাল র্যাব-৮ এবং রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। র্যাব জানায়, এরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি রাজবাড়ীর পাংশা মডেল মসজিদের নিচতলার গ্যারেজ থেকে মো. আতিকুর রহমান ওরফে কুতুবের একটি সাদা-গোলাপি রঙের সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল চুরি হয়। মামলার সূত্র ধরে র্যাব সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাহিলাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ও খোকনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চোরাই মোটরসাইকেল কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দেশের কোনো সংবাদমাধ্যমে এদের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম তাদেরকে ‘শিবির নেতা’ বলে গুজব ছড়াচ্ছে। মূলত জামায়াত-শিবিরকে ঘিরে জনমনে বিভ্রান্তি তৈরির জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।