পাকিস্তান সেনাবাহিনীর সাম্প্রতিক কারাক অভিযানে নিহত ১৩ টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) জঙ্গির মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও ছিলেন। স্বয়ং টিটিপি সমর্থিত একটি ফেসবুক পেইজ থেকেও ওই ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, নিহত ওই যুবক প্রথমে তাবলীগ জামাতের সঙ্গে পাকিস্তান গিয়েছিলেন। তবে পরে আর দেশে ফেরেননি। শেষ পর্যন্ত জঙ্গিবাদে জড়িয়ে তিনি প্রাণ হারালেন।
নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানের বালুচিস্তানসহ সীমান্তবর্তী অঞ্চলজুড়ে সেনাদের কঠোর নিরাপত্তা বলয় থাকলেও ধর্মীয় প্রচারণার আড়ালে এ ধরনের অনুপ্রবেশ ঘটে থাকে। বিশেষ করে তাবলীগ জামাতের ব্যানারে বিদেশে যাওয়া কিছু ব্যক্তির বিচ্ছিন্ন অংশ পরবর্তীতে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, একজন মুসলিম যুবক চাইলে বিদেশে ইসলামি দাওয়াত প্রচার, অমুসলিমদের তৈরি ভুল ন্যারেটিভ ভেঙে দেওয়াসহ গঠনমূলক কাজ করতে পারতেন। কিন্তু বিভ্রান্ত পথ বেছে নেওয়ার কারণে নিজ জীবন ধ্বংস করার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করেছেন।
নিরাপত্তা বিশ্লেষকেরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যেন আশপাশের কেউ কুখ্যাত জঙ্গি কার্যক্রমে জড়িয়ে না পড়ে। তাদের মতে, এই ধরনের কর্মকাণ্ডই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও ইসলামের ইতিবাচক ভাবমূর্তি নষ্ট করছে।