বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের তিনটি মৌলিক অঙ্গীকার হলো—শিক্ষা সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও জনগণ এখনো স্বাধীন নাগরিক হিসেবে মর্যাদা নিয়ে বসবাসের সুযোগ পাচ্ছে না। নৈতিকতাহীন ও অকার্যকর শিক্ষা ব্যবস্থার কারণে দেশ মেধার সঠিক ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে। প্রকৌশল ও কৃষি শিক্ষার উন্নয়নে পরিকল্পনা, ভিশন ও সাহসের অভাবে জাতি প্রত্যাশিত সুফল পাচ্ছে না।
তিনি দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, “ইনসাফের ভিত্তিতে যার যা পাওনা তা তার হাতে তুলে দিতে হবে। ঘুষ ও অবৈধ সম্পদের অবসান ঘটাতে হবে।”
মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে—সেটি জামায়াতের বিরুদ্ধেও হলেও। সত্য ও সাহসী সাংবাদিকতাই জাতিকে এগিয়ে নিতে পারে।
ক্ষমতায় গেলে জনগণকে অধিকার আদায়ে রাজপথে নামতে হবে না উল্লেখ করে জামায়াত আমির বলেন, “ইনসাফের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”
তিনি সবাইকে ইতিবাচক কর্মসূচি ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে জাতিকে আশার আলো দেখানোর আহ্বান জানান।