সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক ও পরিচিত সংগীতশিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে শহরের সুলতানপুর ক্লাব থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
তিনি জানান, চলতি বছরের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় এর আগেও জেলা ও উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর নাম এসেছে। দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর সম্প্রতি তিনি আবারও সক্রিয় হয়েছেন বলে পুলিশের ধারণা।
পুলিশ সূত্রে জানা গেছে, শামীমা পারভীন রত্না সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি স্থানীয়ভাবে “বর্ণমালা একাডেমি” পরিচালনা করেন এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। গ্রেপ্তারের সময় তিনি কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীর সঙ্গে ক্লাবে সাংগঠনিক বৈঠকে অংশ নিচ্ছিলেন।
এ ঘটনায় জেলা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করলেও পুলিশ বলছে, আইন অনুযায়ী তদন্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি শামিনুল হক বলেন, “মামলার তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।”
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, তার গ্রেপ্তারে আওয়ামী লীগের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান নাশকতা ও সহিংসতার মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, দলীয় পরিচয় নির্বিশেষে তাদের আইনের আওতায় আনা হবে।
—