শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো—বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কয়েকদিন ধরে চলা সমঝোতা প্রক্রিয়া মঙ্গলবার রাতে ভেস্তে যাওয়ায় তামিম এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
মঙ্গলবার রাতেই ধারণা করা হয়েছিল, ক্লাব কোটায় পরিচালক পদে ভাগাভাগির সমঝোতা না হলে তামিম প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। শেষ পর্যন্ত তাই ঘটল। শুধু তামিম নন, এই নির্বাচনে আরও কয়েকজনও নিজেদের সরিয়ে নিচ্ছেন। উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল আজই।
সোম ও মঙ্গলবার উভয়পক্ষ পরিচালক পদে ভাগাভাগির বিষয়ে বৈঠকে বসলেও কোনো সমঝোতা হয়নি। এর মধ্যে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ বিতর্কিত ১৫ ক্লাবের বিরুদ্ধে আদালতে রিট করেন। আদালত সেই রিটের প্রেক্ষিতে ওই ১৫ ক্লাবকে নির্বাচনে অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেন। ফলে তাদের কাউন্সিলার ও প্রার্থীরা বড় ধরনের জটিলতায় পড়েন।
বিসিবি নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এ বিষয়ে বলেন, “আমাদের সবারই আদালতের নির্দেশনা মানতে হবে। আমরা কেউই আদালতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারব না।”
আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৫ ক্লাব নির্বাচনে অংশ নিতে না পারায় তামিমের প্যানেল বড় একটি সমর্থন হারায়। সবকিছু বিবেচনায় নিয়ে তিনি মঙ্গলবার রাতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন।
নির্বাচন কমিশন আজ বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।