বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদকালে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রধানমন্ত্রীর তৎকালীন প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
আজকের শুনানিতে প্রসিকিউশন পক্ষ থেকে দুটি মামলাতেই আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, প্রথম মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। একইভাবে, দ্বিতীয় মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধেও পাঁচটি অভিযোগ উত্থাপন করা হয়েছে।