রাজধানীর বিভিন্ন বিক্রয়কেন্দ্রে হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে সোমবার অর্ধদিবস ব্যবসা বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গাড়ি ব্যবসায়ীরা।
এসময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও চাঁদাবাজি বন্ধ না হলে আগামী নভেম্বর থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও রাজস্ব প্রদান বন্ধ রাখা হবে।
রাজধানীর বারিধারা এলাকায় মানববন্ধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি আবদুল হক বলেন, আগস্ট মাস থেকে ভুয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একে-৪৭ রাইফেলের ছবি পাঠিয়ে গাড়ি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। ইতোমধ্যে ১২টি বিক্রয়কেন্দ্রে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এসব ঘটনায় জিডি করা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।
তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে কী হবে, সেটারই রিহার্সেল চলছে সারাদেশে। ব্যবসায়ী সমাজ আতঙ্কে দিন কাটাচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, আমরা কঠোর আন্দোলনে যাব।”
