ভারতের জয়ের এক মাস পেরিয়ে গেলেও এখনো হাতে পৌঁছায়নি এশিয়া কাপের ট্রফি। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পর থেকে ট্রফিটি নিয়ে তৈরি হয়েছে রহস্য। জানা গেছে, বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির নিয়ন্ত্রণেই রয়েছে সেই ট্রফি, যা এখন আবুধাবির একটি অজানা স্থানে রাখা হয়েছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাতে জানা যায়, সম্প্রতি তিনি দুবাইয়ের এসিসি সদর দপ্তরে গেলে জানানো হয়, ট্রফিটি সরিয়ে নেওয়া হয়েছে এবং এটি এখন নাকভির তত্ত্বাবধানে অন্য কোথাও সংরক্ষিত। এর আগে ট্রফিটি দুবাইয়ের আইসিসি একাডেমি কমপ্লেক্সের সেফে লক করে রাখা হয়েছিল নাকভির নির্দেশে। তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন, তাঁর অনুমোদন ছাড়া ট্রফি সরানো যাবে না।
এই অবস্থায় ভারতের কাছে ট্রফি হস্তান্তর নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। ফাইনালের পর ভারতীয় দল সরাসরি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল। এরপর থেকেই এসিসি সভাপতি বিভিন্ন শর্তে ট্রফি হস্তান্তরের প্রস্তাব দেন। তাঁর সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, ট্রফি শুধুমাত্র একটি বিশেষ আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হবে এবং সে অনুষ্ঠানে অন্তত একজন ভারতীয় খেলোয়াড়কে উপস্থিত থাকতে হবে।
অন্যদিকে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এসিসির কাছে ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে, যাতে বিষয়টির সমাধান হয়। কিন্তু নাকভির বর্তমান অবস্থান নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।
দুবাই থেকে ট্রফি উধাও হওয়ার পর এখন সেটি আবুধাবির অজানা স্থানে রয়েছে বলে জানা গেছে, যা পুরো ঘটনাকে আরও নাটকীয় করে তুলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই অচলাবস্থা দ্রুত কেটে গিয়ে শিগগিরই ট্রফিটি তাদের হাতে পৌঁছাবে।
