ইরানের রাজধানী তেহরানে তীব্র পানিসঙ্কট দেখা দিয়েছে। শহরটির অন্যতম প্রধান পানি উৎস লাতিয়ান বাঁধের পানি নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন স্তরে।
তেহরানের মোট পানির প্রায় ৭০ শতাংশ আসে লাতিয়ান, লার ও আমির কাবির বাঁধ থেকে। কিন্তু টানা পাঁচ বছরের খরা ও বৃষ্টিপাতের ঘাটতির কারণে এই তিনটি বাঁধে মজুত পানি কমে দাঁড়িয়েছে মাত্র ২৫৮ মিলিয়ন ঘনমিটার, যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে পানির ব্যবহার যদি অন্তত ২০ শতাংশ না কমানো যায়, তবে তেহরানের প্রায় ৯ মিলিয়ন অধিবাসীর দৈনন্দিন পানির সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, চলমান পানিসঙ্কট শুধু শহরের পানি সরবরাহকেই নয়, বরং আশপাশের বাস্তুতন্ত্র ও কৃষিক্ষেত্রেও অপরিবর্তনীয় পরিবেশগত ক্ষতি ডেকে আনতে পারে।







