মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালয়েশিয়া সফরের প্রতিবাদে অনুষ্ঠিত একটি মোটরসাইকেল মিছিল থেকে শনিবার রাতে প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে দিয়ে অতিক্রম করার সময় বিক্ষোভকারীরা ‘ট্রাম্পকে তাড়াও’ স্লোগান দেন এবং ফিলিস্তিনের পতাকা বহন করেন। পুলিশ মেনারা তাবুং হাজির কাছে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে এবং মোটরসাইকেলগুলো জব্দ করে। এর আগের দিনও, প্রায় ৭০০ জন মানুষ দূতাবাসের বাইরে ‘ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করো’ স্লোগান ও ‘Go Home Trump’ প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছিলেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ট্রাম্পকে আসিয়ান সম্মেলনে আমন্ত্রণ জানানোর পক্ষে থাকলেও ফিলিস্তিন ইস্যু নিয়ে কূটনৈতিকভাবে উদ্বেগ জানানোর কথা বলেছেন। পুলিশ নতুন করে পরিকল্পিত ট্রাম্পবিরোধী আরেকটি বিক্ষোভের অনুমতি দেয়নি।
