অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে আরও ৫৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। ফেরত পাঠানো সবাই ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।
রোববার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এসব ব্যক্তি ‘ডাংকি রুট’ নামে পরিচিত অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সম্প্রতি তারা সবাই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পুলিশ সূত্রে জানা যায়, ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জন হরিয়ানার করনাল জেলার বাসিন্দা। এছাড়া কাইথালের ১৫ জন, আম্বালার ৫ জন, কুরুক্ষেত্রের ৪ জন, জিন্দের ৩ জন, সোনিপতের ২ জন এবং পঞ্চকুলা, পানিপত, রোহতক ও ফতেহাবাদের একজন করে নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাথমিকভাবে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে এবং কোনো দালালের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
করনালের ডিএসপি সন্দীপ কুমার বলেন, “আরও ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হরিয়ানা রাজ্যের ৫০ জন রয়েছেন, যার মধ্যে প্রায় ১৬ জন করনাল জেলার। তারা ‘ডাংকি রুটে’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, কিন্তু এখন তাদের ফেরত পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, “তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ যেন অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তদন্ত চলছে—যদি কারও বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড পাওয়া যায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ‘ডাংকি রুট’ বা ‘ডাংকি ফ্লাইট’ বলতে বোঝানো হয় এক ধরনের অবৈধ অভিবাসন পদ্ধতি, যেখানে দালাল বা পাচারকারীরা বিপুল অর্থের বিনিময়ে লোকজনকে একাধিক দেশের সীমান্ত গোপনে পার করিয়ে যুক্তরাষ্ট্রে পাঠায়। এ প্রক্রিয়ায় জাল নথি, কনটেইনার, কিংবা যানবাহনের গোপন বগিও ব্যবহার করা হয়।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচনের পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থান করা শতাধিক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন।







