ইসরায়েল উত্তর সাইপ্রাসে উন্নত বারাক-এমএক্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে—যা দেশটির ক্রমবর্ধমান তুর্কি সামরিক উপস্থিতির জবাবে গৃহীত এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রে জানা যায়, এই বারাক-এমএক্স সিস্টেম যুদ্ধবিমান, ড্রোন ও মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এটি মোতায়েনের মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করেছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে তুরস্ক–ইসরায়েল সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে, বিশেষ করে সাইপ্রাস ইস্যুতে। উত্তর সাইপ্রাস বর্তমানে শুধুমাত্র তুরস্কের স্বীকৃত একটি বিচ্ছিন্ন অঞ্চল, যেখানে তুর্কি বাহিনীর উপস্থিতি দীর্ঘদিনের।
অন্যদিকে, ইসরায়েল ও গ্রিসের প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে, বিশেষ করে এনার্জি করিডর ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে। ইসরায়েলের এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা সেই কৌশলগত অংশীদারিত্বেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।
আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব ভূমধ্যসাগর এখন কার্যত নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, যেখানে ইসরায়েল, তুরস্ক, গ্রিস ও মিশর নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এই মোতায়েনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
তুরস্কের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
