এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে গাজীপুর ও কক্সবাজারে থাকা ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক জমি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত গাজীপুর সদরে ৮ দশমিক ৫৮ একর, শ্রীপুরে ৪ দশমিক ৮৬ একর, কক্সবাজারের পেকুয়ায় ২৭২ দশমিক ৬৮ একর, মহেশখালীতে ১৮০ দশমিক ২৮২১ একর, কক্সবাজার সদরে ২ দশমিক ১২০০ একর এবং চকরিয়া সদর এলাকায় দশমিক ৯৬৭৫ একর জমি জব্দের নির্দেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা ও ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে দেখা যায়, তারা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন এবং সেই অর্থে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে–বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন।
দুদক আরও জানায়, প্রাপ্ত তথ্য অনুযায়ী সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে এ ধরনের সম্পদ হস্তান্তর হয়ে গেলে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে।
ফলে দুদক আদালতের কাছে এসব সম্পদ জরুরি ভিত্তিতে জব্দের আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।
