জামায়াতে ইসলামীর আমিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলামকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদ হোসেন ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।
সূত্র জানায়, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা সোমবার (২৭ অক্টোবর) ওসি আমিরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সভা-সমাবেশে অংশগ্রহণ করেন এবং সম্প্রতি ফেসবুকে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যকে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্য করেন।
ওসির ফেসবুক আইডি থেকে করা পোস্টে তিনি লিখেছিলেন—
“জামায়াতের লোকরা স্বাধীনতাবিরোধী, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে কি না, সেটার জন্য গণভোট হওয়া প্রয়োজন।”
এই মন্তব্যের স্ক্রিনশট ও ভিডিও সংযুক্ত করে জামায়াতের পুবাইল থানা নায়েবে আমির মোহাম্মদ শামীম হোসেন মৃধা ও মহানগর মজলিসে শূরার সদস্য অধ্যাপক ডা. আমজাদ হোসেন খান অভিযোগপত্রে উল্লেখ করেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের রাজনৈতিক মন্তব্য করা “নিরপেক্ষতা ও আচরণবিধির পরিপন্থী।”
পুবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল বলেন, “কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য নিয়ে ওসি মুরাদ যেভাবে মন্তব্য করেছেন, তা সরকারি দায়িত্বের শপথ ভঙ্গের শামিল। এজন্য আমরা কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছি।”
অভিযোগ যাচাইয়ের পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ওসি আমিরুল ইসলামকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করে।







