চট্টগ্রামে জুলাই আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল। অভিযানে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম ও একাধিক ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হত্যাসহ একাধিক মামলার আসামি মোস্তফা কামাল টিপু দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গত বছরের ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মো. হাসান নামে দুই শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, তখন প্রকাশ্যে গুলি চালান মোস্তফা কামাল টিপু।
পুলিশ জানায়, মোস্তফা কামালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে তোলা হবে।
