কোনো এনআইডির বিপরীতে ১০টির বেশি মোবাইল সিম থাকলে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকের নামে সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধিত থাকতে পারবে। এর বেশি সিম থাকলে বৃহস্পতিবারের মধ্যেই সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে।
গ্রাহকরা চাইলে নিজেদের পছন্দের ১০টি সিম রেখে বাকিগুলো বাতিল করতে পারবেন। সময়সীমা শেষে কমিশন দৈবচয়ন প্রক্রিয়ায় অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।
নিজের এনআইডির বিপরীতে কয়টি সিম নিবন্ধিত আছে তা জানতে মোবাইলের মেসেজ অপশনে “16001” নম্বরে নিজের এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠাতে হবে।
বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করলে পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো বাতিল হবে, এতে ব্যবহারকারীর সেবা ব্যাহত হতে পারে।
