অর্থ আত্মসাতের একাধিক মামলায় গ্রেফতার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন খায়রুল বাশার বাহারকে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনার পথে জুতাপেটা করা হয়েছে। ঘটনাস্থল ছিল আদালতের নতুন ভবনের তৃতীয় তলা।
পুলিশি পাহারায় আদালতে আনার সময় অভিযোগকারীদের কয়েকজন হঠাৎ তার ওপর হামলা চালান। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে খায়রুল বাশারকে এজলাসে নিয়ে যায়। পরে আদালত কার্যক্রম শেষে তাকে হাজতখানায় ফেরত পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন হাজতখানার ইনচার্জ জাহিদুল ইসলাম। হামলার সময় পুলিশের একজন সদস্যও আহত হন।
এর আগে শতাধিক মামলায় গ্রেফতার খায়রুল বাশার আদালতে ৯৯টি মামলায় জামিন আবেদন করেন। আদালত ১৪টি চেক সংক্রান্ত মামলায় জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন বিচারক জিয়াদুর রহমানের বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ।
বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, খায়রুল বাশারের বিরুদ্ধে প্রায় ৩০০টি মামলা রয়েছে, যেখানে তিন হাজারের বেশি শিক্ষার্থী বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন।
একজন অভিযোগকারী জানান, খায়রুল বাশার শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, তবে তিনি মারধরের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।







