আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট ‘হংকং সিক্সেস’। দ্বিতীয়বারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। দলটির নেতৃত্বে থাকছেন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
বুধবার (২৯ অক্টোবর) টুর্নামেন্ট সামনে রেখে আকবর আলীর নেতৃত্বে ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজেও আকবরের নেতৃত্বে খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল।
গত আসরের মতো এবারও দলে রয়েছেন তরুণ ওপেনার জিসান আলম। আগের আসরে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন তিনি—৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছিলেন ৬ উইকেট। সেই সঙ্গে আগের আসরের দুই অভিজ্ঞ সদস্য আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফউদ্দিনও রয়েছেন দলে।
নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান। সাম্প্রতিক টপ এন্ড সিরিজেও নিজের পারফরম্যান্সে নজর কেড়েছিলেন তিনি। দলে আরও আছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।
আসন্ন টুর্নামেন্টে স্বাগতিক হংকং ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, কুয়েত ও নেপাল। আগামী ৭ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ দল।
উল্লেখ্য, সিক্স-এ-সাইড ফরম্যাটে প্রতিটি দলে থাকে ছয়জন খেলোয়াড়, ফলে বিসিবি ৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। প্রতিটি ম্যাচ হবে ৬ ওভারের। শেষ আসরে মোহাম্মদ সাইফউদ্দিনের নেতৃত্বে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ।
বাংলাদেশের স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ রায়হান ও আবু হায়দার রনি।







