বিশ্বব্যাপী চাকরির বাজারে বড় ধাক্কা দিতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তিনির্ভর এই পরিবর্তনের অংশ হিসেবে অ্যামাজন ঘোষণা দিয়েছে, তারা প্রায় ১৪ হাজার কর্পোরেট চাকরি ছাঁটাই করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের পরিকল্পনা নিচ্ছে, যার ফলে এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অ্যামাজনের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ছাঁটাইয়ের প্রভাব পড়বে প্রতিষ্ঠানের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে—এর মধ্যে রয়েছে AWS (Amazon Web Services), Prime Video, Alexa, বিজ্ঞাপন বিভাগ (Advertising), মানবসম্পদ (HR) এবং অপারেশন টিম।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও দ্রুত ও দক্ষ করার লক্ষ্যেই এই রূপান্তর প্রক্রিয়া চালু হয়েছে। ফলে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রযুক্তিগত কাঠামো তৈরিতে বিনিয়োগ বাড়াচ্ছে অ্যামাজন।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু অ্যামাজনের মধ্যেই সীমাবদ্ধ নয়—বিশ্বের অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও এআই-নির্ভর কাঠামোতে রূপান্তরের পথে রয়েছে, যা আগামী বছরগুলোতে চাকরি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ সালেও আরও একটি ছাঁটাইয়ের ধাপ আসতে পারে।







