নাসার তৈরি নতুন প্রজন্মের নীরব সুপারসনিক জেট X-59 সফলভাবে প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে। মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিনের তৈরি এই পরীক্ষামূলক বিমানটি ক্যালিফোর্নিয়ার প্যালমডেল ঘাঁটি থেকে উড্ডয়ন করে নিরাপদে এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে অবতরণ করে।
এই সফল উড্ডয়নকে নাসার “লো-বুম” বা নীরব শব্দতরঙ্গ প্রযুক্তি যাচাইয়ের এক বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শব্দের গতির চেয়েও দ্রুত উড়লেও প্রচলিত সুপারসনিক বিমানের মতো তীব্র “সনিক বুম” সৃষ্টি না হয়। এর ফলে ভবিষ্যতে সুপারসনিক বাণিজ্যিক ফ্লাইট শহরাঞ্চলের ওপর দিয়েও শব্দ দূষণ ছাড়াই উড়তে পারবে।
নাসার কর্মকর্তারা জানিয়েছেন, X-59 প্রকল্পের লক্ষ্য হলো এমন এক প্রযুক্তি উন্নয়ন করা, যা শব্দ বিস্ফোরণজনিত বিরক্তি কমিয়ে দ্রুতগামী বিমানের পরিবেশবান্ধব ব্যবহারের পথ তৈরি করবে। পরীক্ষামূলক পর্যায় শেষে এই জেটের উড্ডয়ন তথ্য ও শব্দমাত্রা বিশ্লেষণ করে প্রযুক্তিটি বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার কাজ শুরু হবে।
বিশেষজ্ঞদের মতে, সফল এই উড্ডয়ন ভবিষ্যতের বিমান চলাচল ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করতে পারে, যেখানে শব্দের গতির চেয়েও দ্রুত ফ্লাইট হবে আরও শান্ত ও কার্যকর।







