গাজীপুরের নাওজোড় এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপি সভাপতি সিরাজুল ইসলামের ভাই তসলিম সিরাজ ও তার ছেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।
যৌথবাহিনীর সদস্যরা জানান, বুধবার (২৯ অক্টোবর) ভোরে নাওজোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তাদের বাড়ি থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড এবং বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
আটক তসলিম সিরাজ ও তার ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাসন থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্র জানায়, আটক তসলিম সিরাজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযানকালে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
