চলতি বছরের শেষ দিকে চালু হতে যাচ্ছে পাকিস্তান–ইরান–তুরস্ক (আইটিআই) ট্রেন পরিষেবা। সবকিছু ঠিক থাকলে আজ ৩১ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে তুরস্কের ইস্তানবুলের উদ্দেশে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করবে।
পাকিস্তানের রেলমন্ত্রী মুহম্মদ হানিফ আব্বাসি সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, এই ট্রেনটি সম্পূর্ণ পণ্যবাহী হবে। পাকিস্তান, ইরান ও তুরস্কের মধ্যে ত্রিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও পরিবহন সহজ করতে তিন দেশের সরকার যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী জানান, ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা হয়ে প্রথমে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবে। ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব প্রায় ২ হাজার কিলোমিটার। এরপর তাফতান থেকে ইরানের জাহেদান ও তেহরান হয়ে তুর্কমেনিস্তান, কাজাখস্তান ও রাশিয়া পেরিয়ে ইস্তানবুলে পৌঁছাবে। পুরো রুটটির দৈর্ঘ্য হবে প্রায় ৮ হাজার কিলোমিটার এবং ট্রেনটি ২০ থেকে ২৫ দিন সময় নেবে ইস্তানবুল পৌঁছাতে।
প্রস্তাবিত এই পরিষেবার নাম দেওয়া হয়েছে আইটিআই (Islamabad–Tehran–Istanbul) ট্রেন সার্ভিস।
সংবাদ সম্মেলনে হানিফ আব্বাসি বলেন,
“আমরা আরও আগেই আইটিআই ট্রেন সার্ভিস চালু করতে চেয়েছিলাম। তবে আঞ্চলিক স্থিতিশীলতা–সংক্রান্ত কিছু সমস্যা, বিশেষ করে হামাস–ইসরাইল সংঘাতের কারণে প্রকল্পটি বিলম্বিত হয়েছে। এখন অপারেশনাল, প্রশাসনিক ও লজিস্টিক কিছু দাপ্তরিক কাজ বাকি আছে, যা ডিসেম্বরের মাঝামাঝি শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ, ৩১ ডিসেম্বর ইস্তানবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে প্রথম আইটিআই ট্রেন।”







