আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে মিশরের বহু প্রতীক্ষিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, জানিয়েছে সিবিএস নিউজ। প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই জাদুঘরটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকরা।
গিজার পিরামিড থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত এই জাদুঘরটি বিশ্বের সবচেয়ে বড় একক সভ্যতাকে নিবেদিত জাদুঘর। এতে প্রদর্শিত হবে প্রায় ৭,০০০ বছরের মিশরীয় ইতিহাস—প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে রোমান আমল পর্যন্ত।
জাদুঘরটিতে থাকবে এক লাখেরও বেশি নিদর্শন, যার মধ্যে অন্যতম আকর্ষণ রাজা তুতানখামেনের সম্পূর্ণ সংগ্রহ ও ফেরাউন রামেসিস দ্বিতীয়ের বিশাল ভাস্কর্য।
কর্তৃপক্ষের আশা, এই জাদুঘরটি প্রতি বছর প্রায় ৫০ লাখ পর্যটক আকর্ষণ করবে এবং মিশরের পর্যটন শিল্পে নতুন গতি সঞ্চার করবে।







