“রান উইথ ড. আব্দুল মান্নান” পুরান ঢাকাকে আধুনিক নগরীতে রূপান্তরের প্রত্যয়ে প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত।
আজ ৩১ অক্টোবর ২০২৫ (শুক্রবার), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান-এর নেতৃত্বে সকালে রাজধানী ঢাকার ইত্তেফাক মোড় থেকে সদরঘাট পর্যন্ত এক প্রীতিমূলক ম্যারাথন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে ড. আব্দুল মান্নান বলেন, পুরান ঢাকা আমাদের ঐতিহ্যের প্রতীক হলেও আধুনিকতার সুবিধা থেকে বঞ্চিত। তিনি বলেন, “আমরা চাই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পুরান ঢাকা, যেখানে নাগরিক সুবিধা ও ঐতিহ্য দুটিই থাকবে সমান গুরুত্বে।”
তিনি আরও বলেন, ম্যারাথনের লক্ষ্য হলো নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা এবং পুরান ঢাকাকে একটি উন্নত, আধুনিক নগরীতে রূপান্তরের আহ্বান জানানো।
ম্যারাথন শেষে সদরঘাটে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এ ধরনের ইতিবাচক সামাজিক কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়নচেতনা জাগিয়ে তুলবে।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। অংশগ্রহণকারীদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়। স্থানীয় জনসাধারণের মধ্যে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।







