ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী ১০ বছরের জন্য নতুন প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে। মালয়েশিয়ায় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ চুক্তিতে সই করেন। এতে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, তথ্য আদান-প্রদান ও যৌথ উৎপাদন আরও জোরদার হবে।
চুক্তি স্বাক্ষরের পর এক্স-এ দেওয়া পোস্টে পিট হেগসেথ লিখেছেন, “আমি রাজনাথ সিংয়ের সঙ্গে ১০ বছরের মার্কিন-ভারত প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের জন্য সাক্ষাৎ করেছি। এটি আমাদের প্রতিরক্ষা অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধের ভিত্তি।”
সূত্র জানায়, বৈঠকে জিই অ্যারোস্পেসের এফ৪০৪ ইঞ্জিনের ডেলিভারি এবং ভারতে এফ৪১৪ ইঞ্জিনের যৌথ উৎপাদন সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। রাজনাথ সিং বলেন, এই সহযোগিতা ভারতের দেশীয় প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়াবে এবং বিদেশি নির্ভরতা কমাবে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা থাকা সত্ত্বেও এই প্রতিরক্ষা চুক্তি সম্পর্ক পুনরুদ্ধারের পথে একটি বড় পদক্ষেপ।







