খুলনার ডুমুরিয়ায় অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এবার হিন্দুদের প্রকৃত উন্নয়ন ও অবকাঠামো উন্নতির জন্য প্রয়োজন ইসলামী সরকার।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে আয়োজিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে।” তিনি আরও বলেন, “যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয় দেখাচ্ছে, তাদের হুমকিতে কেউ ভয় পাবে না। হিন্দুদের ওপর আঘাত এলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে যারা দেশ চালিয়েছে, তারা মাস্তান, দখলদার ও চাঁদাবাজদের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে শোষণ করেছে। জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে সন্ত্রাস, দখল ও চাঁদাবাজি বন্ধ করবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল খায়ের, প্রমত গাইন, ডা. হরিদাস মণ্ডল, অধ্যক্ষ সুভাষ সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন শেষে একটি গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।







