গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে শত শত সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি গোপন পর্যালোচনা প্রতিবেদন। এই প্রতিবেদনটি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ পরিদর্শন সংস্থা Department of State watchdog প্রস্তুত করেছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনটি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের কয়েকদিন আগে সম্পন্ন হয়। এতে বলা হয়, চলমান সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীর হামলার ধরন ও আচরণ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং এতে “শত শত” মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।
বিশ্লেষকরা বলছেন, প্রতিবেদনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত না হলেও এটি মার্কিন প্রশাসনের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইসরায়েলে সামরিক সহায়তা অব্যাহত রাখা বা তা সীমিত করার বিষয়ে এই প্রতিবেদন সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, প্রতিবেদনে কয়েকটি নির্দিষ্ট ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণ ও হাসপাতাল, স্কুল এবং শরণার্থী শিবিরের ওপর “অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ” করেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া, যুদ্ধের সময় গাজার মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়াকেও মানবাধিকার লঙ্ঘনের শামিল হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার পরিপন্থী হতে পারে। মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, প্রতিবেদনটি বর্তমানে হোয়াইট হাউস ও কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটিতে পর্যালোচনাধীন।







