রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল নিয়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মিছিলগুলোতে অংশ নেওয়া নেতাকর্মীদের অনেককে নগদ অর্থের প্রণোদনা দেওয়া হচ্ছে। ঢাকার বাইরে থেকেও অনেকেই এসব মিছিলে যোগ দিচ্ছেন।
ডিসি তালেব বলেন, চলতি বছরের মধ্যে তিন হাজারের বেশি নেতা-কর্মী গ্রেফতার হয়েছে। সম্প্রতি একদিনে ২৪৪ জন এবং অন্যদিনে ১৩১ জনকে আটক করা হয়েছে। অনেককেই হাতেনাতে ককটেলসহ ধরা পড়েছে, যা সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ব্যবহৃত হচ্ছিল।
তিনি আরও জানান, এসব কার্যক্রম মূলত নিজেদের অবস্থান দেখানো, ঢাকায় আতঙ্ক সৃষ্টি করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা প্রদর্শনের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। ঢাকার বাইরের ইউনিয়ন ও উপজেলার নেতারা পরিকল্পিতভাবে এসব মিছিলে অংশ নিচ্ছেন।
ডিএমপি বলেছে, রাজনৈতিক তৎপরতা নির্বাচন সামনে বাড়তে পারে, তবে পুলিশ যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে সক্ষম। আর্থিক সহায়তাকারীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।
