পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ অভিযোগ করেছেন, আফগানিস্তানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে। তিনি সতর্ক করে বলেন, কাবুল যদি ইসলামাবাদের ওপর আক্রমণ চালায়, তবে পাকিস্তান “৫০ গুণ শক্তিশালী জবাব” দেবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জিও নিউজের প্রাইমটাইম অনুষ্ঠান ‘আজ শাহজেব খানজাদা কে সঙ্গে’ এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এই প্রতিক্রিয়া জানান আসিফ।
তিনি বলেন, “গত চার দিন বা গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল, তা ভেঙে গেছে। আমাদের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু কাবুলের পক্ষ থেকে শেষ মুহূর্তে ফোন করে তা বাতিল করা হয়।”
দ্য ডনকে উদ্ধৃত করে আসিফ বলেন, আফগানিস্তানের বর্তমান সরকার আসলে ভারতের ইশারায় পরিচালিত হচ্ছে। “আমি আফগান প্রতিনিধিদলের প্রশংসা করি, কিন্তু কাবুলে যারা রশি টানছে এবং পুতুলের নাটক মঞ্চস্থ করছে—তারা দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত,” বলেন তিনি।
আসিফ আরও দাবি করেন, “ভারত তার পশ্চিম সীমান্তে পরাজয়ের প্রতিশোধ নিতে কাবুলকে ব্যবহার করছে। আফগান সামরিক প্রশাসনের কিছু ব্যক্তি সম্প্রতি ভারতে গেছেন এবং ধর্মীয় স্থানে সফর করেছেন। এটি প্রমাণ করে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কম তীব্রতার একটি যুদ্ধ চালাতে চাইছে, যার বাস্তবায়নে তারা আফগানিস্তানকে ব্যবহার করছে।”
শান্তি প্রক্রিয়া ব্যাহত করা এবং সীমান্তে উত্তেজনা বাড়ানোর ঘটনায় তালেবান সরকারকেও তীব্রভাবে সমালোচনা করেন পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ইসলামাবাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাব পাকিস্তান কঠোরভাবে দেবে।







