মার্কিন সামরিক চাপের মুখে রাশিয়া, চীন ও ইরানের কাছে সামরিক সহায়তা চেয়েছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতির জবাবে এই পদক্ষেপ নিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলবর্তী অঞ্চলে নৌ ও আকাশ বাহিনীর তৎপরতা বৃদ্ধি করেছে। এর পরিপ্রেক্ষিতে মাদুরো সরকার রাশিয়ার কাছে জরুরি সহায়তা চেয়েছে। এতে মিসাইল সরবরাহ, রাডার সিস্টেম সংস্কার এবং যুদ্ধবিমান মেরামতের সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
শুধু রাশিয়াই নয়, মাদুরো প্রশাসন চীন ও ইরানের কাছেও সামরিক সহায়তার আবেদন পাঠিয়েছে। এই সহায়তার মধ্যে রয়েছে ড্রোন, শনাক্তকরণ ব্যবস্থা এবং জিপিএস জ্যামার প্রযুক্তি সরবরাহের অনুরোধ।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের বাড়তি চাপের মধ্যে মাদুরো সরকারের এই পদক্ষেপ লাতিন আমেরিকায় নতুন ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।







