জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের দাবি করেছেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি রাজনৈতিক দলের চাপের মুখে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করেছেন। শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময়ের পর এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ধারণা করা হচ্ছে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গকে ইঙ্গিত করে এ মন্তব্য করেন ডা. তাহের।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে ওই ভিডিও বার্তা দেন জামায়াতের এই শীর্ষ নেতা।
তিনি বলেন, গত উপদেষ্টা পরিষদের বৈঠকের আগের সপ্তাহে আরপি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়, যা তার মতে একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের সামিল এবং এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
ডা. তাহের অভিযোগ করেন, সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের প্রতিফলন। তার বক্তব্যে উঠে আসে, লন্ডনে গিয়ে চাপের মুখে রোডম্যাপ ঘোষণা ও পরিষদের পূর্বের সিদ্ধান্ত বদল তারই উদাহরণ।
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনাকে তিনি সরকারের নিরপেক্ষতার ক্ষতি বলে উল্লেখ করেন। তিনি জানান, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি দল নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবে—এ দাবি বহাল রাখা উচিত। তা না হলে রাজপথে প্রতিবাদের হুঁশিয়ারিও দেন তিনি।
বিএনপিকে ঘিরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে ডা. তাহের বলেন, নির্বাচন সামনে রেখে এমন অনিশ্চয়তা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এর আইনি ভিত্তি প্রতিষ্ঠা থেকে পিছিয়ে আসা মানে হবে সংস্কার কর্মসূচি পরিত্যাগ করা। তিনি বিশ্বাস প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা নিজের পরিকল্পনা থেকে সরে দাঁড়াবেন না।
বার্তার শেষে ডা. তাহের প্রধান উপদেষ্টার প্রতি দৃঢ় অবস্থান নিয়ে সংস্কার বাস্তবায়নে সাহসী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
