ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিপুল তেল ও গ্যাস সম্পদ লুণ্ঠনের অজুহাত খুঁজছে।
শনিবার (১ নভেম্বর) কারাকাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভেনেজুয়েলা কোনো অপরাধ করেনি। কিন্তু আমাদের বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে, তা যুদ্ধ ও সরকার পরিবর্তনের অজুহাতে আমাদের বিশাল তেল সম্পদ দখলের উদ্দেশ্যে।”
মাদুরো আরও বলেন, “ভেনেজুয়েলায় যদি তেল, গ্যাস, সোনা ও উর্বর জমি না থাকত, তাহলে যুক্তরাষ্ট্র হয়তো এই দেশের নামটিও জানত না।”
তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিয়ে ল্যাটিন আমেরিকার সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর চাপ সৃষ্টি করছে। তবে ভেনেজুয়েলার জনগণ কোনো আগ্রাসন বা হুমকির মুখে নতি স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
