জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “গণভোট করতে নাকি অনেক টাকা লাগবে বলা হচ্ছে। অথচ ৫ আগস্টের পর বিএনপির এক প্রার্থী যে পরিমাণ টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকায়ই একটি গণভোট আয়োজন সম্ভব।”
শনিবার বিকেলে রাজধানীর পল্টনে আয়োজিত “জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়ার কথা শোনা যাচ্ছে। বিএনপি নোট অব ডিসেন্টের দাবি থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবিও জামায়াত প্রত্যাহার করবে— এমন একটি সমঝোতার ইঙ্গিত আমরা পাচ্ছি।”
রাজনৈতিক নেতাদের সমালোচনা করে তিনি বলেন, “এতদিন সিনিয়র নেতাদের জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব। তাহলে হয়তো তাদের মাথা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে, তবে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই।”
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, “যে দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে গণভোটের বিরোধিতা করে? বিএনপির এই অবস্থান আত্মঘাতী।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সেকুলারিজমকে এমন এক বিষাক্ত জায়গায় নিয়ে গেছে যে, বিষয়টি এখন ইসলাম বনাম সেকুলারিজমে পরিণত হয়েছে। বাহাত্তরের সংবিধান বাংলাদেশের বাস্তবতায় থাকতে পারে না, কিন্তু কিছু রাজনৈতিক দল এখনো সেটি টিকিয়ে রাখতে মরিয়া।”







