আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলহাজতে থাকা আসামিসহ নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারার আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) মাঠে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাচন-সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। অতীতে এরা নিজেরা ভোট দিতে পারতেন না, তবে এবার তাদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, জেলহাজতে থাকা আসামিদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিইসি বলেন, “প্রত্যেক নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এবার আমরা সেই লক্ষ্যেই কাজ করছি—যাতে কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।”







