আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসনে প্রার্থী হতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় দলটির এক দায়িত্বশীল সূত্র তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শিগগিরই এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা রাজধানীর বিভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানা গেছে।
এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন। পাশাপাশি তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে এনসিপি দেশের সবকটি আসন নিয়েই প্রস্তুতি নিচ্ছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চলতি মাসেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে।







