মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানো দেশগুলোর মধ্যে পাকিস্তানও রয়েছে। সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে নিজের সাম্প্রতিক পারমাণবিক পরীক্ষা চালানোর নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, “উত্তর কোরিয়া, রাশিয়া, চীন পরীক্ষা করছে। পাকিস্তানও পরীক্ষা করছে। কিন্তু তারা আপনাকে তা বলে না।”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরকে তাৎক্ষণিকভাবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ফের শুরু করার নির্দেশ দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের কাছে পৃথিবীকে ১৫০ বার ধ্বংস করার মতো অস্ত্র রয়েছে। রাশিয়া ও চীনেরও অনেক পারমাণবিক অস্ত্র আছে। তবে আমি মনে করি, এসব নিষ্কাশন নিয়ে কিছু করা উচিত।”
ট্রাম্প আরও জানান, এই বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন।
‘যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার প্রয়োজন কেন?’— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এর কারণ আপনাকে দেখতে হবে, এগুলো কিভাবে কাজ করে। রাশিয়া ঘোষণা দিয়েছে, তারা পরীক্ষা করবে। উত্তর কোরিয়াও নিয়মিত পরীক্ষা চালাচ্ছে। অন্যান্য দেশও করছে। আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করছি না। আমি চাই না আমরাই একমাত্র হই যারা পরীক্ষা করছে না।”
তিনি বলেন, “পারমাণবিক অস্ত্র তৈরি করা, তারপর তা পরীক্ষা না করা কেমন ব্যাপার? আপনি কিভাবে জানবেন এগুলো কাজ করছে কি না? আমাদের তাই এটি পরীক্ষা করতে হবে।”






