শেরপুর-১ আসনে নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌহার্দ্যের বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল ইসলাম। বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বিতা নয়— উন্নত শেরপুর গড়ার লক্ষ্যেই তাদের রাজনৈতিক প্রচেষ্টা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদুল ইসলাম লেখেন, “বর্ষীয়ান রাজনীতিবিদ ও ব্যবসায়ী হযরত আলীর কন্যা ছোটোবোন প্রিয়াঙ্কা ২০১৮ সালে এক কঠিন সময়ে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন। তখন ফ্যাসিস্ট গুণ্ডাদলের হাতে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিলো তাকে।”
তিনি স্মরণ করেন, “শহীদ কামারুজ্জামান ভাইয়ের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকে আমরা একসঙ্গে নির্বাচন করেছি। অনেক স্মৃতি আছে দু’দলের কর্মীদের মধ্যে।”
রাশেদুল আরও বলেন, “আমরা প্রতিযোগী হলেও তা ব্যক্তিগত বা দলের মধ্যে বিরোধ নয়। বরং অবহেলিত শেরপুর সদর গড়ার জন্যই আমাদের প্রতিযোগিতা। জনগণ আমাদের মধ্য থেকে যাকেই বেছে নেবেন, সেটি জনগণেরই জয় হবে।”
জামায়াত নেতা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের কোনো আচরণ যেন রাজনৈতিক ময়দানে থাকা ব্যক্তিদের অসম্মানিত না করে। পজিটিভ আচরণই আমাদের সম্মানিত করবে।”







