খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং ওই সনদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
মঙ্গলবার বিকেলে খেলাফত মজলিসের মদন উপজেলা শাখার উদ্যোগে পৌর সদরের জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের সম্মান জানিয়ে আমরা দাবি জানাই—আগামী বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নির্ধারণে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট প্রয়োজন।
সমাবেশ শেষে তিনি দলের প্রতীক ‘রিকশা’ মার্কায় ভোট প্রার্থনা করেন এবং নেত্রকোণার তিনটি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। নেত্রকোণা-২ আসনে মাওলানা দেলোয়ার হোসেন, নেত্রকোণা-৩ আসনে মাওলানা হাফিজুর রহমান এবং নেত্রকোণা-৪ আসনে মুফতি ইরশাদুল্লাহ কাশেমীকে মনোনয়ন দেওয়া হয়।
মামুনুল হক বলেন, আগামী নির্বাচন দেশের রাজনীতিতে নতুন সময়ের সূচনা করবে। গত ১৫ বছরে তিনটি জাতীয় নির্বাচনেও জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বহু কেন্দ্র নিয়ন্ত্রণহীন ছিল এবং অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আমরা চাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন—সংঘাত নয়।
