গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ সৌদি প্রবাসী বিএনপি নেতা এনামুল হক মোল্লা ও তার ছয় সহযোগীকে বুধবার (৫ নভেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল পর্যন্ত বরমী ইউনিয়নের বরকুল গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন—বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে, সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা (৪৮), তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল।

যৌথবাহিনী সূত্র জানায়, অভিযানে এনামুলের বাড়ি ও আশপাশের এলাকা থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি, ৪টি বেটন, ২টি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি চাকু উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এনামুল হক এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিলেন। একাধিক মামলায় অভিযুক্ত হয়ে তিনি ২০১৭ সালে সৌদি আরবে পালিয়ে যান এবং নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আল মামুন নামে অবস্থান করেন। সাত বছর পর দেশে ফিরে তিনি গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় প্রচারণা শুরু করেন।
বিএনপির নির্বাহী কমিটির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে দলের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০০১ সালেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।”







