যশোর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৬নভেম্বর) বিকেলে যশোরের আশ্রম রোড এলাকায় অবস্থানকালে সোহানের ওপর অতর্কিতভাবে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করলে সোহানের পেটের নিচের অংশের দুই পাশে গভীর ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

সহপাঠীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।







