বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত “কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা” অনুষ্ঠানে দাওয়াত পেয়েও উপস্থিত হননি ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় কোনো প্রতিনিধি।
শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আমন্ত্রণ জানানো হয়েছিল ছাত্রদলসহ দেশের উল্লেখযোগ্য সব ছাত্র সংগঠনকেও।
শিবির সূত্রে জানা যায়, ছাত্রদলের সভাপতি ও নেতৃবৃন্দকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র পাঠানো হয়েছিল। এমনকি তাদের জন্য সুনির্দিষ্ট আসন, অতিথি কার্ড ও উপহার সামগ্রী প্রস্তুত রাখা হয়েছিল।
তবে নির্ধারিত সময় পর্যন্ত ছাত্রদলের কোনো প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত হননি। বিষয়টি নিয়ে আয়োজক ও অন্যান্য সংগঠনের নেতাদের মধ্যে অসন্তোষ ও বিস্ময় দেখা দিয়েছে।
শিবিরের এক কেন্দ্রীয় নেতা বলেন, “আমরা সব সংগঠনকেই সৌহার্দ্যের ভিত্তিতে দাওয়াত দিয়েছি। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে কেউ উপস্থিত না হওয়াটা দুঃখজনক। পরে তারা বলে আমরা দাওয়াত দিই না— এটা সম্পূর্ণ মিথ্যাচার।”
